যাবে?
শুধু তোমার জন্যই তো আমি আকাশ কালো করে মেঘ আনলাম,
এক পশলা বৃষ্টির জন্য দরখাস্ত দিয়ে রেখেছি সেই কবে।
তোমার রাস্তার ওপাশের কৃষ্ণচূড়ার কাছে ফুলের জন্য বলে রেখেছি অনেক আগেই,
টকটকে লাল ফুল, অনেকটা তোমার ঐ অধরের মত।
দেখো, এবার জন্মদিনে আর ভুল হবেনা।
মেঘ কালো করে বৃষ্টি নাবমে,আমি বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া নিয়ে তোমার... বাকিটুকু পড়ুন

