শুধু তোমার জন্যই তো আমি আকাশ কালো করে মেঘ আনলাম,
এক পশলা বৃষ্টির জন্য দরখাস্ত দিয়ে রেখেছি সেই কবে।
তোমার রাস্তার ওপাশের কৃষ্ণচূড়ার কাছে ফুলের জন্য বলে রেখেছি অনেক আগেই,
টকটকে লাল ফুল, অনেকটা তোমার ঐ অধরের মত।
দেখো, এবার জন্মদিনে আর ভুল হবেনা।
মেঘ কালো করে বৃষ্টি নাবমে,আমি বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া নিয়ে তোমার দুয়ারে দাড়িয়ে বলবো, " তোমায় ভালোবাসি"।
আগের জন্মদিনেও আমি সবাইকে বলে রেখেছিলাম।
সারাদিন অপেক্ষায় ছিলাম কখন মেঘ কালো করে বৃষ্টি নামবে।
কৃষ্ণচুড়া অবশ্য কথা রেখেছিলো।
আচ্ছা এইভাবে কি থাকা যায় বলো, তার চেয়ে বরং শ্রীমঙ্গল চলে যাই।
কৃষ্ণচূড়ার সাথে আমার কথা হয়েই আছে, সে তার শ্রীমঙ্গলের বন্ধুকে বলে রাখবে।
তুমি যাবে তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


