
জেব্রা ক্রসিং গুলো কোথায়?
যেগুলো আছে জেব্রা ক্রসিং সেগুলো কেনো মানানসই করতে চেষ্টা হচ্ছে না সচেতনতা এনে ব্যাবহার করানোর জন্য। শুধু উন্নত বা উন্নয়নশীল নয় অনুন্নত কিছু দেশেও ট্রাফিক আলোর সংকেতে যানবাহন থামে এবং পথচারী পারাপার হন জেব্রা ক্রসিং দেখে। সেইসব দেশে ফুটওভার ব্রীজ হাসির খোরাক মাত্র!। যেখানে মাথাপিছু আয় বাংলাদেশের থেকেও কম!!

ফুট ওভার ব্রীজ গুলো মূলতো যেখানে রাস্তা প্রশস্ত ও রেলপথ আছে ঝুকিপূর্ণ সেসব জায়গায় হয় / হওয়ার কথা। অথচ আমাদের দেশ সহ অল্প কিছু দেশে এই ব্যায় সাপেক্ষে এইসব ফুটওভার ব্রীজ করা হয় হচ্ছে কিছু ঠিকাদার প্রতিষ্ঠানকে লাভবান করতেই সাথে ভুল শিক্ষায় দীক্ষা নিতে!? ট্রাফিক লাইট মানাতে ব্যার্থ হওয়ার জন্যই এই ফুটওভার ব্রীজের প্রচলন বেশি হচ্ছে ইদানীং।
যা কাম্য নয় কোনোভাবেই সবখানেই করার।
যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা যাদের হাতে দশ হতে বিশ কেজির উপরে মালামাল থাকে নিজে একা বা সাথে মহিলা ও বাচ্চা আছে এবং নিন্ম মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সামাজিক অবস্থানে ট্যাক্সি বা অন্য কোনো যানবাহনে মালামাল সহ পার হতে সামর্থ্য নেই তারা কিভাবে ঘেরাওকৃত ডিভাইডার যেখানে জেব্রা ক্রসিং থাকার কথা সেখানে করা এইসব ব্রীজ দিয়ে পার হবে!? নিয়ম করে ট্রাফিক আইন ও নির্দেশিত সাইন গুলোর সুষ্ঠু প্রয়োগ না হলে জেব্রা ক্রসিং দিয়ে ও নিরাপত্তা দেয়া যাবে না।!

আসল জায়গায় হাত দিতে হবে।
সচেতনতা আনতে আইনই শেষ কথা নয় বারবার করে সচেতনতার জন্য বিভিন্ন ভাবে সময় নিয়ে ট্রাফিক সপ্তাহ না করে পাক্ষিক ভাবে করা যেতে পারে, ট্রাফিক পুলিশের পাশাপাশি গার্লস গাইড ও বিএনসিসি / রোভার স্কাউট যারা আছে তাদেরকে ও ট্রাফিক আইন বা নিয়মাবলী গুলো প্রশিক্ষণমূলক কার্যক্রমের ভিতরে শেখাতে হবে এবং সেভাবেই এই পাক্ষিক আয়োজনে সমপৃক্ততা করাতে হবে।
খুব বেশি ধীরগতিতে ও নয়, ট্রাফিক নির্দেশনা মানতে টিভি ও রেডিও তে সবসময়ই উপযুক্ত ভাবে বিশ্লেষণী ভিডিও ও তথ্য বিবরণী দিয়ে সচেতন করতে হবে টানা কয়েক মাস তবেই শৃঙ্খলা ফিরবে সড়কে।
যারা কলকাতায় ঘুরে এসেছেন তারা কয়টা ফুটওভার ব্রীজ দেখেছেন বা চড়েছেন!?? যাও দেখেছেন সেগুলো কেমন জায়গায়!?
জি তারা যদি উদাহরণ টানতে পারেন কথায় কথায় পদে পদে আমি ও একটা উদাহরণ দিলাম যেহেতু আমরা সিরিয়াল সমৃদ্ধ জাতি, শিক্ষা কোনটা নেয়া দরকার তা আমরা জানি ও না!
সচেতন সবাই তবে গত সাতচল্লিশ বছর ধরে সঠিকভাবে চর্চা না করায় অসেচতনতায় অভ্যস্ত আজ সবাই। নিজেদেরই সচেতনতা আনতে হবে, সচেতন করতে হবে পরিচিতজনদেরও।
ব্যাস্ত রাস্তায় আপনার বয়স্ক অভিভাবকেরা অসুস্থ অবস্থায় বা মহিলা শিশু কয়েকজন নিয়ে যারা চলাচল করেন রাস্তায় বা যারা এই ব্যাস্ত রাস্তায় ভারী মালামাল নিয়ে শুধুমাত্র রাস্তার ওপারে যাওয়ার জন্য আছেন তাদের মালামাল আমি বা আপনি কি পার করে দিবেন!? দিলেও কয়জন এমন পাবেন পার করার জন্য!??? না কি তারা ওজনবিশিষ্ট মালামাল নিয়ে রাস্তায় চলাচল করবেন না!?!?!?
সাতচল্লিশ বছর ধরে ভুল ভাবে চলতে চলতে অবশিষ্ট যুক্তিসংগত চিন্তাধারা ও চলে গেছে, স্বাভাবিক ও সচেতন হলে রুলস সবাই একত্রে মানলে জেব্রা ক্রসিং দিয়েই পারাপার সম্ভব যত ব্যাস্ত রাস্তাই হোকনা কেনো।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




