জিয়া ও হাসিনা পরিবার দুটি বাংলাদেশের রাজনীতি শুধু নয়, বরং সংস্কৃতি, বিশ্বাস ইত্যাদির উপরও যথেষ্ঠ প্রভাব ফেলে। এই দুই পরিবারের একটি ছোট বিষয় অনেকদিন থেকেই চোখে পড়েছে। আজ সাহস করে সকলের সাথে শেয়ার করছি।
জিয়া তার সন্তানদের নাম রাখার ক্ষেত্রে এমন সব নাম বেছে নিয়েছেন যার সাথে ইসলামের বীরত্বগাথা জড়িত। তারেক হচ্ছেন স্পেন বিজয়ী কিংবদন্তীর বীর। অসম্ভব সাহসী মুজাহিদ। মাত্র এক নৌকা ভর্তি মুসলিম যোদ্ধা নিয়ে তিনি স্পেনের সাগর তীরে পৌছান এবং নৌকা পুড়িয়ে ফেলেন। সাথীদেরকে বলেন, হয় আমরা স্পেন জয় করবো, অথবা, সকলে শহীদ হবো। আরাফাতের জন্ম যখন তখন ফিলিস্তিনে ইয়াসির আরাফাত দখলদার ইসরাইলীদের বিরুদ্ধে মরণপন সংগ্রামে লিপ্ত। মানুষ তার সব থেকে প্রিয় নামে সন্তানদের নাম রাখে। তারেক আর আরাফাতের নাম থেকে জিয়ার মধ্যকার মুজাহিদের কিছুটা আভাস পাওয়া যায়।
আপরদিকে হাসিনারও সন্তান দুইজন। একজনের নাম জয় অপরজনের নাম পুতুল। তাদের যে সময় জন্ম, তখন এ ধরণের নাম মুসলিম পরিবারে খুব একটা রাখা হতো না।
কি অদ্ভুত বৈপরীত্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


