
ছবি সূত্র: গুগল
অ্যানা টেইলর এর "My Mother" কবিতার অনুবাদ।
আমি যখন হোচট খেলাম দেখি তখন পাশে,
কে মমতার হাত বুলাতে জলদি ছুটে আসে?
মন-মাতানো গল্প গানে হৃদয় দোলায় কে?
ক্ষতের উপর চুমু এঁকে ব্যথা ভোলায় কে?
সে যে আমার ভালবাসার আম্মু দেখি পাশে,
আম্মু আমার ব্যথা সারায় অনেক ভালবেসে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


