প্যানেল আলোচনাতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজশাহী সিটি কপের্ারেশন এর মেয়র এমপি মিজানুর রহমান মিনু ও ফজলে হোসেন বাদশা। আলোচনার শুরুতেই দেখা গেল প্যানেলে মিজানুর রহমান ঠিকই আছে কিন্তু তিনি মিনু নন। স্বভাবতই আলোচনা যতটা জমাট হওয়ার আশা রাজশাহী বাসির ছিল তা অংকুরেই বিনষ্ঠ হয়ে যায়।
প্রশ্ন নির্বাচন, মডারেশন সব দিক থেকেই এ আলোচনা ব্যার্থ বলে আজকের দৈনিক সোনালী সংবাদ রিপোর্ট প্রকাশ করেছে। সত্যি বলতে কি উপসথিত সকলের মাতামতও তাই ছিল। অনুষ্ঠান শেষে অনেক আমন্ত্রিত অতিথিদের ক্ষোভ প্রকাশ ও উপহার সামগ্রী ছুড়ে ফেলতে দেখা গেছে।
সামগ্রীক ব্যবসথাপনাতেও ছিল বড় ধরনের ত্রুটি। একাধিক গ্রুপ ও অনেক বিজ্ঞজনের বিবিসিতে উপস্থিতির কারনে অতিথি আমন্ত্রনেও ছিল ঝামেলা। অনেকেই বিবিসির অনুষ্ঠানের ঘোষনা শুনে নাম পাঠালেও মূল অনুষ্ঠানের তাদের কেউই ছিলেন না। ছিলেন বিবিসি ঢাকার ফাইজুল কবির মাসুম সাহেবের স্ব-নির্বাচিত অতিথি। অনেকেই অবরোধ জনিত কারনে কার্ড পাননি বিবেচনা করে (বিবিসিতে আমন্ত্রন পত্রের অনুরোধ জানানো,ফোন কন্টা্রক্ট এ জানার পর) এসেও প্রবেশ করতে পারেননি। বিবিসির মত এত বড় একটা মিডিয়ার কাছে জনগন এমনটা কামনা করেনি। সার্বিক বিবেচনাতে এ আলোচনাও প্রানবন্ত ছিলনা।
উল্লেখ্য আলোচনাটি আজ বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হবে। বাংলাদেশ সময় 1945 এ এটি শেনা যাবে 9435 কি.হা. ও 12090 কি.হা. । আর চ্যানেল আই আগামী কাল 2000টাতে এটি দেখা যাবে।
আমনত্রন সবাইকে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৬ রাত ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



