আপনাকে বলছি। আপানর রক্তে তো ঐতিহাসিক রাজনীতির ধারা। আপনি বিশ্ববিদ্যালয় পাস । আপনার পিতা মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আপনি কি মোটেও শান্তি প্রিয় নন তারপরও। আপনি কি দেখেন নাই আমার মত আর দেশ বিদেশের কোটি কোটি চোখের মত 28 আর 29 অক্টোবরের নির্মম হত্যাকান্ডগুলো। যাদের রক্তে পাষানের বুক ও কেঁপেছে সেদিন। দেখেননাই। শান্ত হাসান সাহেব কে হঠানোর জন্যে অতগুলো তাজা প্রাণ। ভয় হয় অশান্ত সিইসি আজিজের জন্য কত প্রাণ যে লাহবে!
ভাবতে পারেন ওদেরও পরিবার ছিল। ওরাও স্বপ্ন দেখত। হতে পারে তারা ভিন্ন মতের । কারও কাছে তো আপনিও ভিন্ন মতের । আপনাকে বা আপনার রক্তের সম্পর্কের কাউকে ওভাবে রাজপথে ছেড়ে দিয়ে ভিন্ন মতের হাতে পেটানো হলে সেটা কি আপনার বুকে মায়া ধরাতো না।
আপনি কি করে আবার প্রকাশ্যে বলেন .........আবার রক্ত ঝরবে। কি করে বলেন' ভোট চুরির চেষ্টা করলে বৈঠা ও লগির বাড়ি কাহাকে বলে জনগন তা দেখিয়ে দেবে'। তার মানে কি আপনি ইচ্ছে করে এক হাসান এর পদস্খনের জন্যে রক্তের বন্যা বইয়েছিলেন। আমি কিন্তু তা মনে করিনা। ক্ষীপ্ততায় হয়েছে ধরে নিয়েছিলাম। কিন্তু নতুন থ্রেট কিন্তু অন্য বিশ্বাস জাগায় মনে। এভাবে জনগন কে বেঠার ব্যবহার শিখিয়ে কি লাভ হবে এ শিক্ষা তাদের রক্ষী বাহিনীর আচরণ কি শিখিয়ে দেবেনা ভবিষ্যতে।
একটা প্রতিষ্ঠিত দলের প্রধান হয়ে এরকম কথা কি আপনার মানায়। এটা কি কোন গনতান্ত্রিক পরিচয়।
আর যদি বলেন না ইহা ভূতপূর্বের প্রতিশোধ অথবা রক্ত ক্ষুধায় এরকম চলবেই। অথবা ওরা মানুষ না ওরা ভিন্ন মতের , মানুষ মারি না তো..........তাহলে আর কিছুই বলার থাকেনা।
এত কিছু বলার দরকার ও ছিলনা। কেবল 2001 এ আপনার দলকে একখানা ভোট দিয়েছিলাম কোন এক পাপে তাই সে অধিকারে বলছি।
হে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া,
আপনাকে বলছি। আপনার রক্তে যদিও রাজনীতির ঐতিহ্য নেই। শহীদ জিয়াউর রহমানের পত্নীতো ছিলেন। হতে পারে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশী জোড়ালো নয় কিন্তু অভিজ্ঞতা তো আছে কাজে আর দেখে। কদিন আগেই তো ক্ষমতায ছিলেন। খুব হাসছিলেন। ধমক ধামক দিচ্ছিলেন ইচ্ছেমত। এখনও কেন দেন।
কি করে বলেন,' নির্বাচন কমিশন নিয়ে ঘাঁটাঘাঁটি বন্ধ করেন'। কেন কোথায় এত জোড়। সে কি আপনার হাত ধরে চেয়ারে বসে থাকা প্রেসিডেন্টের জন্যে। নাকি নীল কোন গোপন নকশার সফলতায়।
28/29 তারিখে অত গুলো নিহত প্রাণ কে নিয়ে ভালই রাজনীতি করেন আপনারা। আপনাদের তো সুবিধাই হয় লাশ যত বেশী পড়ে তত। যত লাশ তত পোক্ত মাঠ। তাইনা। ।
অন্যদল না হয় মানলাম খারাপ লাঠি বৈঠা নামায় তাই। আপনারা কেন প্রতিহত করতে গিয়ে গৃহযুদ্ধ বাঁধান। কেন নামান অস্ত্র।
আসেন আমার এবাবে সবাই সবাই মারামারি করেতই থাকি। দেখি কে জেতে। জনগনের সবাই মরামারি শুরু করেলে আপনারা কিন্তু মাঠে জায়গা পাবেন না কেউই।
কিন্তু আমার শান্তি চাই। মারামারি না। তাই নামবনা আপনাদের মতো গবেট হয়ে। আমর এক হবার চেষ্টা করে যাব। আার আপনারা আমাদের একতায় ধরাবেন ভাঙন। কিন্তু কোন একদিন..................................
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



