ব্লগগুলাতে যে হারে ইউটিউবে ঢোকার প্রক্সি সাইট দেয়া হচ্ছে ....
মাথা মোটা কারও আবার ব্লগ বিদ্বেষী হয়ে ওঠার জন্য সাধ জাগে কিনা ভেবে ভয় লাগতাছে
কে জানি সকালে কইলো ইউটিউবে ঢুকতে পারতাছেনা। আরও কইলো হায় হায় গোপন গোপন সব অডিও ভিডিও নাকি ছড়াই পড়ছিল...হেইগুলা যে কি আর জানার উপায় কি হইবে?
তখনই আরেকজন কম্পুজ্ঞানী জানাইলো-আরে ব্লগে ঢুকতে থাক, সবগুলা ব্লগেই দেখেবি বাইপাস করার ব্যবস্থা জানাইতে উঠে পড়ে লাগছে ।
আসলেই তো দেখি তাই।
কিন্তু আমার ইউটিউব নিয়া মাথাব্যথা কম, হইবো কেমনে আমার নেট স্লো , ভিডিও লোড করা কষ্টসাধ্য।
কিন্তু আমার মাথাব্যাথা --ব্লগ যদি বন্ধ কইরা দেয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



