বিশ্ব নারী দিবস এ মাননীয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়াছেন, সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ হতে বৃদ্ধি করে ১০০ তে উন্নীত করা হবে।
আগে শুনতাম ৪৫ জনের যে সংরক্ষণ রইছে সেইটা নিয়া বেশ তর্ক , বিতর্ক আছিল। নারীত্বের অবমাননা র মত কথাও উঠছে। অসমতার দোহাই আইছে।
আবার শুনলাম মাঝে আলোচিত হৈছে ..সিলেকশন না , সরাসরি নির্বাচনে সংরক্ষিত নারীরা নির্বাচিত হবেন।
এর মধ্যে ৪৫ থেকে ১০০ করার বাসনা...
মনে হইতেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইলে ...যা খুশি করতে ইচ্ছে করে , তাই কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



