![]()
সে সুযোগ আর থাকছেনা মার্ডার ছবির তৃতীয় সিকুয়্যালের নায়িকার জন্য। কেমনে থাকবে ঐ নায়িকার তো অলরেডি ৩৩টি এক্স রেটেড মুভিই রয়েছে। আর ছোটখাট বস্ত্রহীন ক্লিপিস কিংবা উন্মুক্ত বক্ষের ছবিতো নেট জুড়ে বিস্তৃত।
মহেশ ভাট তার নতুন মার্ডারের জন্য নিজের সুপুত্র রাহুল ভাটের সাথে নায়িকা হিসেব কাস্ট করছেন সুখ্যাত পর্ণ স্টার সানি লিও কে ।
পূর্বেকার দুই মার্ডার হিরোইন, মল্লিকা এবং ফার্নান্ডেজ যতই খোলামলো হোক সানি লিওয়ের সাথে ঐ রকম দৌড়ে তারা তো নস্যি বটেই।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



