একটু গড়িয়ে নাও।বিছানায় মধ্য দুপুর।
জড়িয়ে নাও নকশী কাঁথা। তোমার আনন্দপুর।
'শুনি, প্রয়াত ধ্বনি; - কাচের চুড়ির এবং
আহত ইচ্ছেকালের একটি নিহত স্লোগান।
গোলাপের সুগন্ধিকাল চেপে রাখা বইটি জানে
কতটা বিখ্যাত এই স্মৃতির উদ্যান।'
ঘুম ভেঙে গেলে, এই পরিসর এবং প্রশস্ত বিছানা,
মনে হবে ওরা মহাকাল থেকে একা,
দম বন্ধ হয়ে আসা শুণ্যতার অনুভবে
জেনো, পাথরের থাকে না কান্নারেখা।
অনেক রূপোলী মেঘলা স্মৃতির আর্কেড ছেড়ে
বিপরীত হেটে আমরা অনতিদূর থেকে বহুদূ্রে,
যার যার করিডোর বুঝে নিয়ে সীমারেখা টানি,
একই বাতাসের মাতমে শুয়ে একই বেদনা কিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


