রাস্তা দিয়ে হাটছিলাম আর সাইন বোড দেখছিলাম, কোন পথ দিয়ে ‘মিনা’ যাওয়া যায় ।একটা ট্যাস্কী ক্যাব পাশ্বা এলো, ড্রাইভার আমাকে বললো, ‘জিয়ারত’, আমি বললাম, নো, --- ভিজিট মিনা । ড্রাইভার জিজ্ঞাস করলো, আপনে বাংলাদেশি’, বললাম জ্বী । ড্রাইভার বললো, তা আপনে চিটাগাংগী ভাষায় কথা কন কেন’ । জানানি না কেন আমার ইংরেজী উনার কাছে চিটাগাংগী ভাষা মনে হলো । যাক, উনি আমার মিনা যাওয়ার উদ্দেশ্য জানতে চাইলেন, আমি বললাম মিনা দেখে ঘুরে আসবো । উনি বললেন ‘আপনে মিনা জিয়ারত করবেন, উঠেন, আপনাকে মিনা – আরাপাত- মুজতালিফা জিয়ারত করাইবো’। বললাম, ভাই জিয়ারত নয় শুধু ভিজিট, দেখবো চলে আসবো, উনি বললেন, ‘বুঝছি, উঠেন ভাই উঠেন, তাড়াতাড়ি উঠেন, এটাই ‘জিয়ারত’ । কারে উঠে বসলাম, উনি আমাকে অনেক কিছু দেখালেন, ব্যক্রিগতও অনেক গল্প করলাম। গাড়ীতে বসে বসে মিনা-মুজতালিফা- আরাফাত জিয়ারত করেছিলাম কিন্তু একটা কবর-মাজার ও দেখি নাই ।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



