পৃথিবীতে মানুষ বিভিন্ন্য ভাবে বিখ্যাত হয় । কিছু মানুষ বিখ্যাত হয় তাদের সৎ কর্মে আর কিছু মানুষ বিখ্যাত হয় তাদের কু কর্মে ।মহাত্না গান্ধী যেমন বিখ্যাত হিটলার ও তেমনই বিখ্যাত। আর যারা বিখ্যাত না সাধারন মানুষ, তারাও নানান ধরনের মানুষ কে মনে রাখে ।
মিথিলেশ কুমার শ্রীবাস্তভ যাকে সবাই নাথওয়ারলাল বলে চেনে।ভারতের এক জন বিখ্যাত মানুষ যে প্রতারনা, জালিয়াতি কে আর্ট এর পর্যায় নিয়ে গেছিল।
নাথওয়ারলাল কয়েকবার তাজমহল বিক্রি করে দিয়েছে। শুধু তাজমহল ই না রেডফোর্ট , ভারতিও রাষ্ট্রপতি ভবন এবং ভারতিও পার্লামেন্ট হাউজ ও বিক্রি করে দিয়েছিল । যতদূর জানা যায় তাজমহল তিন বার এবং রেডফোর্ট দুইবার এবং অন্যগূলো একবার করে বিক্রি করে।
ভারতের অসংখ মানুষের সাথে ও সে প্রতারনা করে টাকা হাতিয়ে নিয়েছিল । তার তালিকার ভিতর ভারতের সব চেয়ে সম্পদশালী এবং ক্ষমতাবান মানুষ ও আছে। যেমনঃ বিড়ালা এবং ধিরুভাই আম্বানি ।
নাথওয়ারলাল বিহারে জন্মগ্রহন করে এবং প্রথম জিবনে একজন ল-ইয়ার ছিল ।
সে অসংখ বার ধরা পড়েছে কিন্তু পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। সে ভারতের বিভিন্ন্য জেল থেকে ও ৮ বার পালিয়ে গেছে । তার বিরুদ্ধে শেষ পযন্ত ১০০ কেস পেন্ডিং ছিল। তার অলরেডি ১১৩ বছর এর জেল হয়েছিল।
শেষ বার জুন ২৪, ১৯৯৬ সালে সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। তখন তার বয়স ছিল ৮৪ বছর। সে হুইলচেয়ারে বসা ছিল তাকে কানপুর জেল থেকে পুলিশি প্রহরায় হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল।
সে নয়া দিল্লি রেলস্টেশন এ উধাও হয়ে যায়। তার পর আর কেউ তাকে কোন দিন দেখে নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




