
মধুমিতাকে নিয়ে মধুচন্দ্রিমাটা সেরে ফেলার মাস পূর্তি হলেও তার রেশটা এখনো আমার মধ্যে রয়ে গেছে । আর থাকবেইবা না কেন? যে ছেলে হন্নি হয়ে খুঁজে খুঁজেও সারা জীবন, সুন্দরী না হোক অন্তত আধা সুন্দরী গোছের একটা জুলিয়েটকেও পটাতে পারেনি, তার মধুচন্দ্রিমা পরীর মতো সুন্দরী বউ এর সাথে!!! স্বভাবতই খুশির জোয়ারে ভেসে যাওয়ার কথা। আমার ক্ষেত্রেও সেটিই হলো। তবে আমার এই খুশির আমেজ খুব বেশি দিন থাকেনি। বলা ভাল থাকতে দিল না, আমাদের হেঁশেল । মধুমিতা প্রায়ই বলে,
“কি হেঁশেল বানিয়েছো, মনমত রান্না করতে পারি না।”
নাচতে না পারার জন্য উঠোনের দোষের কথা আমি বহুবার শুনেছি। কিন্তু রান্না করতে না পারার জন্য হেঁশেলের দোষ!!!
ওর রান্নাবান্নাকে আমি যে চোখেই দেখিনা কেন ঐ রান্না দিয়েই ও পুরষ্কার আদায় করে নিয়েছে।
মধুমিতার রান্নাবান্না নিয়ে আমার সেরকম অভিযোগ নেই। থাকার কথাও না ।কারন খাবার দাবার নিয়ে আমার অবস্থান অনেকটা 'যা জোটে তাই খাই’ গোছের।
-আয়নার সামনে এতোক্ষণ দাঁড়িয়ে থেকে কি ভাবো?
ওর উত্তরটা কেবল অনঅনুমেয়ই ছিল না বরং ছিল অভাবনীয়।প্রতিবারই আয়নার সামনে দাঁড়িয়ে ও নাকি বোঝার চেষ্টা করে কোনভাবে ছবি তুললে ওকে সবথেকে ভাল লাগবে। আমিও ওর ভাবনাটা যে ঠিক এমন ইঙ্গিত করে মাথা নাড়াই!
মধুমিতা বেশ গোছানো একটা মেয়ে। তাই বাসার সব কিছুই ওর সঠিক জায়গায় রাখা চাই ই চাই। তবে সমস্যা হলো প্রয়োজনীয় জিনেসের খোঁজ পড়লে ও সঠিক জায়গাটির কথাই ভুলে যায়।
কোথাও গেলে আমি লক্ষ্য করেছি মধুমিতার হাতে পার্স বা রুমাল অথবা অন্য কিছুনা কিছু একটা থাকবেই । মধুমিতাকে ওগুলোকে কোনদিন ব্যবহার করতে দেখেছি এমন কথা আমি বলতে পারবো না । একদিন ওকে জিজ্ঞেসও করেছিলাম,
-শুধু শুধু এই পার্স, ব্যাগ ইত্যাদি সাথে করে নিয়ে আসো কেন???
ওর উত্তরটা কেবল অনঅনুমেয়ই ছিল না বরং ছিল অভাবনীয় । প্রতিবারই ও সেগুলো বহন করে এই ভেবে যে কোন না কোন দিন ওগুলো ওর কাজে লাগতে পারে?
মধুমিতার এই সব কিছুই ওর কাছে স্বাভাবিক । আমারও এতে কোন আপত্তি থাকত না যদি অফিস থেকে এসে বিছানায় আয়েস করে একটু সংবাদপত্র পড়তে পারতাম।
টিভি দেখা বন্ধ করে দেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম কম্পিউটার গেম খেলে সময় কাটাবো । তবে তাতেও মধুমিতার আপত্তি আছে । গেমের শব্দে ওর নাকি মাথা ঘোড়ায়। তাছাড়া বাসায় সারাদিন রান্নাবান্না সহ যাবতীয় কাজ করার পর ঐ শব্দ ওর আয়েশ করে টিভি দেখায় বিঘ্ন ঘটায়। কি আর করা অগ্যতা এটাও ছেড়ে দিলাম । তবে নতুন করে ছেড়ে দেওয়া এক পুরানো বন্ধুকে মানে ধোয়াকে গোপনে আবার বরন করে নিলাম।
পরিশেষঃ
মধুমিতাকে বদলে ফেলার সাহস ও সামর্থ্য যে আমার নেই সেটা আমি ভালো ভাবেই জানি। অগ্যতা আমি নিজেই ওর মতো হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে নূন্যতম না হোক অন্তত কিছু মৌলিক অধিকারতো পাওয়া যাবে। তাছাড়া সুন্দরী বউয়ের সাথে থাকতে হলে একটু আধটু মৌলিক অধিকার তো হারাতেই হবে নাকি??
বিলিয়ার রহমান
ঢাকা,
৭ই ফেব্রুয়ারি, ২০১৭ ই
ছবি:- নেট
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


