বেলা অবেলায়
মায়াবী জোছনায় বসে তৃষ্ণার্ত চোখে
দু'চোখে দু'চোখ রেখেছি তোমার,
দুর্নিবার আকর্ষণ ছিলো,
প্রত্যাশা ছিলো তোমাকে পাওয়ার।
সমুদ্রের উত্তাল ঢেউ ছিলো
বুকের ভেতর, আলোক রশ্মি
তোমাকে পাওয়ার ইচ্ছে-
যখন তোমার কঠিন হৃদয়-
ছুঁয়ে যেতে চাই, চাই উষ্ণতার স্বাদ ;
বিম্বিত দর্পণে দেখি বিতৃষ্ণা-বিবাদ,
তখনই তোমার নিষ্প্রভ দু'চোখ-
আমার প্রত্যাশা পৌঁছে দেয় হিমঘরে,
আমিও কেমন ম্রিয়মান, অগোছালো,
হয়ে যাই সংসার বিবাগী,... বাকিটুকু পড়ুন


