শীত এসে গেছে
আজকের আবহাওয়া শীতের পূর্বাভাস ধরা যায়। সূর্যের দেখা নেই। কিছুটা কুয়াশার মত ঘোলা হয়ে আছে চারিদিক।
একটু আগে কয়েক ফোটা বৃষ্টি নামলো উঠানে। এই সময় বৃষ্টি নামা মানে শীত আসছে। শীত এসে গেছে দুয়ারে তাতে কোনো সন্দেহ নেই। রাতে কিছুটা শীত অনুভব হয়। আমি হালকা ঘুমের মানুষ। সামান্য পরিবর্তনে ঘুম... বাকিটুকু পড়ুন
