মায়াবী জোছনায় বসে তৃষ্ণার্ত চোখে
দু'চোখে দু'চোখ রেখেছি তোমার,
দুর্নিবার আকর্ষণ ছিলো,
প্রত্যাশা ছিলো তোমাকে পাওয়ার।
সমুদ্রের উত্তাল ঢেউ ছিলো
বুকের ভেতর, আলোক রশ্মি
তোমাকে পাওয়ার ইচ্ছে-
যখন তোমার কঠিন হৃদয়-
ছুঁয়ে যেতে চাই, চাই উষ্ণতার স্বাদ ;
বিম্বিত দর্পণে দেখি বিতৃষ্ণা-বিবাদ,
তখনই তোমার নিষ্প্রভ দু'চোখ-
আমার প্রত্যাশা পৌঁছে দেয় হিমঘরে,
আমিও কেমন ম্রিয়মান, অগোছালো,
হয়ে যাই সংসার বিবাগী,
সেই বৈশাখী ঝড়ে।
বয়সের ভারে ক্লান্ত আমি, সম্প্রতি-
মৃতপ্রায়, মৌন থাকি সারাক্ষণ,
সুবাতাস গায়ে মাখি,
কথা বলি আকাশের সাথে,
যেন কোন দায় নেই পৃথিবীর প্রতি।
অবেলায়, বড় অসময়ে সেই তুমি-
আমারই দিকে নির্দ্বিধায় আজই-
কেন? অকারণ বাড়িয়েছো হাত,
এ যেন অকস্মাৎ ভূমিধ্বস, শিরে বজ্রপাত,
স্বস্তিহীন দু:খের অশনি, অসহ্য প্লাবণ ;
যা কখনো কাম্য নয়, এ কোন উত্থান !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



