এই বছরটা আমার মোটামুটি ধাক্কার উপর দিয়ে যাচ্ছে। যেমন কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আমি একটু চাপা। এরই মাঝে একটা বিষয়ের প্রতি আমার এক বান্ধবীর ছিল চরম কৌতুহল। এই বিষয়ে আগেও দুইজন কৌতুহল দেখিয়েছে কিন্তু আমি তাদের চোখে ধূলা দিয়ে ওই বিষয়টা মাটির তলাতেই চাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু দুঃখের কথা আর কি বলব ওই বান্ধবী সেটাকে কবর থেকে খুঁজে বের করেছে। ধরা খাওয়ার পর আমার মনে হচ্ছিল আমার হার্ট এটাক হয়ে গেছে এবং আমি মারা গেছি!
বান্ধবী ভীষণ হাসাহাসি করে। কারণ আমি বুকে হাত দিয়ে মুখে আর্তনাদ করে উঠেছিলাম
আমি এত অবাক হয়েছিলাম এবং দুঃখ পেয়েছিলাম যা ভাষায় প্রকাশ করার মত না! আমার কয়েক দিন মন খারাপ ছিল। এটা কাউকে বললে হেসে মরে যাবে কিন্তু এটা একটা মজার ব্যাপার ছিল তা নিজের মনকে বোঝাতে আমার এখনো কষ্ট হয়
ব্যাপারটাতে হয়ত আমি মারা যাইনি কিন্তু আমার আয়ু কমে গেছে কয়েক বছর।
আমি এম্নিতে কেউ কোন বিষয় বলতে না চাইলে শুনতেও চাই না অথবা কোনরকম ইন্টারেস্ট দেখাই না। এই ঘটনার পর আমি ঠিক করেছি অন্যদের সাথে আরো সংযমী আচরণ করব।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




