
প্রথমেই কৃতজ্ঞতা জানাই ব্লগ পরিচালক এবং যারা এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তারপর সকল ব্লগারদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এমন অনুষ্ঠানে আমি সচরাচর উপস্থিত থাকতে পারি না। যেকোনো কারণেই হোক। যাওয়া হয়ে উঠে না। কিন্তু এবার আল্লাহর রহমতে কী করে যেনো সুযোগ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এটা ছবি ব্লগ। তাই সবাই নাম হয়তো মনে নাই আমার। পরে নামগুলো এড করে দেবো। যার যার নাম মনে আছে আমি লিখে দিলাম।
ছবিগুলোর রেজুলেশন ঠিক রেখে ছবি নিতে চাইলে। ইমেইল আইডি অথবা আমি গুগল ড্রাইভে শেয়ার করবো সেখান থেকে প্রিয় ব্লগার গণ ছবিগুলো সংগ্রহ করতে পারবেন। এগুলো শুধু ছবি নয় একটা উৎসবের প্রাণ এবং স্মৃতি জাগানিয়া ছবি। কোনো একদিন এই ছবিগুলো মনে করিয়ে দিবে, সকল হিংসা বিদ্বেষ ঈর্ষাকে ধুলিসাৎ করে আমরা একে অপরের সাথে মিলিত হতে পেরেছিলাম। খুবই আনন্দ উপভোগ করেছি সবাই। সবার ছবি তুলেছি বেশীর ভাগ ক্যান্ডিড । তাই আরও বেশী ভালো লাগছে ছবিগুলো দেখে। কারো ছবি যদি না রাখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ডিলিট করে দেবো ইনশাআল্লাহ।
সবগুলো ছবি একসাথে দেয়া সম্ভব না। সবার একাধিক ছবি আছে এবং বিভিন্ন মোডে তাই সবগুলো ছবিই সুন্দর এবং দামী। স্মৃতিমূখর দিনটি সবার মনে সুন্দর স্মৃতি হয়ে থাকুক এই কামনায় শেষ করছি ফি আমানিল্লাহ।
২। নীল দা, যিনি আমাদের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন

৩। রাবেয়া বু, আহা কী স্নিগ্ধতা মাখানো মুখ। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন

৪। লিলিয়ান আপি ও মনিরা আপি, ক্যান্ডিড ছবি

৫। রাবেয়া বু যখন মঞ্চে

৬। প্রিয় মনিরা পা যখন মঞ্চে

৭। রাবেয়া বু

৮। বাম থেকে মনিরা আপা, নাজমা আপা, পনি আপা, রাবেয়া বু, শাহিদা তানিয়া আপা, এই দুইজনের নাম ভুলে গেছি সরি ( আহারে আমার দেশী ভাই সরি নামখান আবার কইয়া যাইয়ুন কিন্তু)

৯। হাবিব স্যার, নাজমা আপা, পনি আপা, রাবেয়া বু, শাহিদা আপা. নাম নাই নাম নাই sad

১০। উপরের ক্যাপশন দ্রষ্টব্য

১১। লিলিয়ান আপা মনিরা আপা

১২। পনি আপা রাবেয়া বু

১৩। মাঝখানের ভাইয়া হলো ম্যাড ফর সামু, দুইপাশের নাম ভুলে গেছি সরি। বয়স হইছে তো অতলা কথা মনে থাকে না ফ্রান্স

১৪। পনি আপা, সদা হাস্যময়ী লাস্যময়ী মিষ্টি আপা

১৫। তিতির আপি, স্নিগ্ধতা মাখা আপা

১৬। ঈষাম মাহমুদ আর উদারজী ভাইয়া

১৭। লিটন ভাইয়া, আলমগীর লিটন ভাইয়া আর কে জানি sad

১৮। লিলিয়ান আপা, মনিরা আপা, হবিগঞ্জের ভাই smile

১৯। রিয়েল ডায়মন্ড, নাম কইতাম না হাহাহাহাহ

২০। উনি জানি কেডা বাই, নাম মরে করতারি না সরি sad বুড়া মানুষ মাফ কইরা দেইন যে।

রবিবারে দুই তিন পর্বে সবগুলো দিয়া দেবো নে। অকা?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




