
©কাজী ফাতেমা ছবি
শোকর গুজার করে প্রভুর যায় না করা শেষ
মহান রবের নিয়ামত নিয়ে বেঁচে আছি বেশ,
একফোঁটা জল, এক বেলার আহার
তাঁর দেয়া চোখে আলোর রঙবাহার
সুখে আছি বেশ আছি বেঁচে আছি আলহামদুলিল্লাহ
তোমার তরেই প্রাণ সঁপি ও আমার আল্লাহ্।
নিঃশ্বাস নিয়ে ছেড়ে দিয়ে বেঁচে থাকার বাহানা
তুমিই দিলে ও মাবুদ গো এ নয় অজানা,
সুস্থ থাকার বেলা আর অসুস্থ যদি রই
তোমার শোকর গুজার করি প্রভু অকৃতজ্ঞ যে নই।
এটুকু চাই, ধৈর্য্য দিয়ো, দিয়ো সহনশীলতা বাড়িয়ে,
কষ্ট এলে নিরাশার জলে না যেন যাই হারিয়ে
বিপদ এলে না হই যেন দিশেহারা,
কার কাছে চাই মাবুদ বলো তুমি ছাড়া,
কষ্ট যদি দাও জীবনে, করতে পারি যেন সহন,
বিপদ যদি পাহাড় সম হয়, পারি যেন করতে বহন।
সুস্থ থাকার বেলা যেন তোমায় না যাই ভুলে
তোমার দয়া তোমার রহমত বুকে যেন রাখি তুলে
চাই করুনা তোমার প্রভু
নূরালোয় ভরো আমার মনের বিঁভু,
তোমার দয়া আমায় ছেড়ে না যেন কভু পালায়,
শয়তানের কুমন্ত্রণা আর যেন না আমায় জ্বালায়।
অসুস্থ হই যদি, সাহস যেন রাখি মনে
হতাশারা যেন না আসে আর মন উঠোনে;
ভরসা যেন করি তোমার, দিয়ো ধৈর্য্য আমায় তুমি
পবিত্রতায় ভরে দিয়ো আমার বুকের ভুমি।
তোমার কথা প্রভু যাই না ভুলি
তোমার নিয়ামত বুকে তুলি
বেঁচে আছি এই দুনিয়ায়, যাই করে যাই হাজার শোকর গুজার,
দমে দমে ডাকি প্রভু তোমায়, মন করে উজার।
(২৮-০১-২০২১)
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



