
©কাজী ফাতেমা ছবি
মন আমার আবেগে ভরপুর,
মন আমার উদাসী দুপুর,
মন কেন হয় কাশফুল, মন নরম নরম,
মনের বাড়ি স্নিগ্ধ মনোরম।
মন যেন শরতের পেঁজাতুলো মেঘ,
মন অস্থির, উড়ো উড়ো, মনের নাগাল পেতে, পেতে হয় বেগ,
নরম মনের কিনার ঘেঁষে আছে এক স্বপ্নপুরী,
আর আছে নীল আকাশ, মন উড়ে হয়ে রঙিন ঘুড়ি।
মন যেন কল্পপুরীর রাণী,
রুনুঝুন নুপুর ঝংকারে নৃত্য তুলে মন খানি;
মন যেন স্বচ্ছ জলে সাঁতার কাটা হাঁস,
মন জুড়ে তবে কেন এত দীর্ঘশ্বাস!
মন ছুঁতে চায় পাথর, ছুঁলেই ভেঙ্গে মন চুরমার
আবেগ চুয়ে পড়ে, ঘটে যায় কান্ড ধুন্ধুমার;
মন যেন কাঁচ চুড়ি, অল্প আঘাতেই গুঁড়ো গুঁড়ো,
কারো তিতে কথার ছোঁয়ায় মন যেন অশীতিপর বুড়ো।
মন আমার কাশফুল, বৃষ্টি ভেজা দিন,
অল্প কষ্টেই মনের তারে ব্যথা বাজে রিনরিন;
মন আমার আঁধার কালো মেঘের মতন,
মন মুগ্ধতায় সাজাই করে কতই না যতন;
মন বেহায়া বড়, বিগড়ে যায় এবেলা ওবেলায়
আবেগী মন তাই, বারবার ভাসে বিষাদের ভেলায়।
মন আমার আসমানী রঙ আকাশ,
মনের বাড়িতে তুলো মেঘেদের বসবাস,
বয়স অশীতিপর অথচ মন যেনো ঊনিশ কুড়ি,
মন আমার কাশফুল, মন আমার শরত
মন আমার রিনিঝিনি রঙিন কাঁচের চুড়ি।
(স্যামসাং, গ্রীণ মডেল টাউন, ঢাকা)
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৩ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




