
©কাজী ফাতেমা ছবি
একদিন সব কিছু হয়ে যাবে ঠিক
দুঃখ আর সুখ যে অলীক,
ধরা যায় না, যায় না ছোঁয়া
তবুও সব একদিন হয়ে যায় ঠিক।
দুঃখে কাতর অথবা সুখে উচ্ছল
চিরস্থায়ী নয় কিছু, সবই সময়ের ছল
এই যে দুঃখ আছি ছুঁয়ে, কখনো মন নদীতে
সুখালোর ঝিকমিক
সুখ চলে যায়, দুঃখ আসে......
কিন্তু সব হয়ে যায় একদিন ঠিক।
এই যে দীর্ঘশ্বাস জমে রয় বুকের বামে
কখনো কষ্ট কিনি দীর্ঘশ্বাসের দামে
সহসা কিছু সুখ উড়ে আসে, নিয়মে স্বাভাবিক
সুখ চলে যায় আবার বুকে দুঃখ জড়াই.....
ভাবি বসে একেলা, একদিন সব হয়ে যাবে ঠিক।
কই আর ঠিক হয় মনের ঘর ভাঙ্গে,
হলুদ আলোয় আর মন না রাঙে;
কষ্টের পরিধি এক সমুদ্দুর, হারাই বেঁচে থাকার টনিক
সুখ তো আছে অপেক্ষায়
সব কিছু একদিন হয়ে যাবে ঠিক।
ব্যথার অনলে পুড়ে পুড়ে ছাই,
ভাবি আর বুঝি জীবনে শান্তি নাই
ব্যথার অনল নিভে যায় সুখ স্পর্শে, জীবন হয় নান্দনিক
দুঃখের সিঁড়ি বেয়ে গিয়ে দেখি সুখ আছে,
সব হয়ে যায় আগের মত ঠিক।
তবুও হতাশ, নৈরাশ্যের নদীতে হাবুডুবু খাই
বিষণ্ণতার বুকে নিয়ে নিই ঠাঁই,
নৈঃশব্দের গান ঠোঁটে, সময় হয়ে ওঠে বেরসিক
মনে ঠিক এক তিল আশা...... এই যে
একদিন সব হয়ে যাবে ঠিক।
(০৩-০১-২০২৩)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


