
©কাজী ফাতেমা ছবি
স্নিগ্ধ প্রহরগুলো পিছনে ঠেলে ফিরে আসতেই হয় রুক্ষ ধূলোবালি জমা বিতৃষ্ণার শহরে,
এনার্জির আলোয় আলোকিত শহরের বুকে নরম বিছানায় চোখ বন্ধ করলেই জেগে উঠে
প্রকৃতির আদরে বেড়ে উঠা ঘাস লতাপাতায় জমে থাকা শিশিরের ভেজা অনুভূতি।
কুয়াশায় ঢাকা সকাল, পূর্বাশার প্রথম সোনা আলোর ফোয়ারা,
ধান চারার ডগায় জমে থাকা শিশির মুক্তো
নদীর জলে হাঁসেদের শীত স্নান সেড়ে পাড়ে বসে থাকার দৃশ্য
ঘর হতে পা বাড়ালেই পায়ে ভেজা মাটির স্পর্শ,
বুনোফুলের ঘ্রাণ, দৃষ্টিজুড়ে করলা ফুলের হলুদ আলোর ঝলকানি,
খেটে খাওয়া মানুষ'রা দল বেঁধে বিকেলজুড়ে নদীর জলে ক্লান্তি ধুয়ে বাড়ি ফিরে যাওয়া,
মরা দূর্বাঘাসের উপর শীত ধুলোর প্রলেপ,
লাকড়ির চুলায় ভাতের হাঁড়ি, উপছে পড়া মাড়ে ছাইয়ের স্পর্শ।
ধোঁয়া ওড়া ভাতের সাথে শিম ভর্তার স্বাদ আহা!
কর্মব্যস্ততা আর শত পেরেশানীর ছুটি দিয়ে নিশ্চিন্ত কিছুটা প্রহর যেনো শুধু আমার হয়ে থাকে,
অথচ
সব ছেড়ে ছুঁড়ে চলে আসতেই হয় এখানেই এই শহরের ইট পাথরের বন্দি ঘরে।
(১৮-০১-২০১৯)
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


