
©কাজী ফাতেমা ছবি
বুকের ভেতর একশত এক দেরাজ
আর এক স্টিলের আলমারি
একশত এক দেরাজে ছন্দ রাখি
গল্প রাখি, সেখানটাতে গিয়েই
মনের যত ঝাল ঝাড়ি।
একশত এক দেরাজে আরও রাখি
আবোল তাবোল পাগল কথা
হাসি ঠাট্টা, সরলতা আর
চুপ রেখে দেই সেখানটাতে
মুগ্ধতা আর উচ্ছ্বলতা ।
আরও রাখি সেই দেরাজে
হাজার কাব্য, শব্দ কোটি
নৈমিত্তিক বকাঝকা, তিতে কথা
সুর কলরব, হাসি রাখি
বিতৃষ্ণাও থাকে না বাকি।
আর ঐ যে এক আলমারী আছে না
বলবো? তার মাঝে যে কী রাখি,
মেয়েবেলার স্মৃতি কথা, বিষণ্ণতা
উদাস সময় আর রাখি চুপি চুপি
সেখানটাতে আলতো করে চঞ্চলতা।
স্টিল আলমারীতে রাখি আরও
যা কিছু সব মনোহারী, এই প্রকৃতি
মনোলোভা বিকেল আলো, ছন্দ কথা
গোধূলীয়া, চাঁদের আলো আর......আর
আকাশ ভরা পূর্ণ তিথি।
রাখি কিছু অস্পৃশ্য প্রেম, অদৃশ্য কেউ
আর খলখলানি একলা হাসি
রঙ বদলানো ঐ আকাশটা আর কিছু কিছু
বিষ কথা আর বিষের বাঁশি,
আর আর আত্মজের আলতো স্পর্শ
আহা কত কিছু রেখে জীবন ভালোবাসি।
বৃষ্টি দিনের সুর রাখি, রাখি একলা মধ্যরাতও
কিছু কথা অগোচরে শুনে ফেলি, তা’ও রাখি
পাষাণ মুখের ছবি রাখি, অহংকারী মানুষ রাখি
আর কিছু দীর্ঘশ্বাস, জমানো ব্যথা
কিছু কান্না কিছু অতীত, কিছু শিহরণ,
কষ্ট পেলেই সেখান থেকে স্মৃতি এনে
মন দেয়ালে সুখ মাখি।
(২৪-০১-২০১৯)
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


