
মন কথনিকা-৮১
জিভের লোভে বেশী খেয়ে, লাভের চেয়ে ক্ষতি,
খেয়ে উদর ভারী করে শান্তি নেই এক রতি;
বেশী খেলে খুব অশান্তি মুখটি যে হয় কালো
অল্পতে হই তুষ্ট যদি, স্বাস্থ্য থাকে ভালো।
মন কথনিকা-৮২
লোভ লেগে যায় দেখলে খাবার, খেয়ে পস্তাই বড়,
খেয়ে খেয়ে দেহ মাঝে রোগগুলো হয় জড়,
শপথ করি আর খাবো না, বেশী বেশী করে,
খাওয়ার জন্য তবু লোভের সুর উঠে মন ঘরে।
মন কথনিকা-৭৫-৮০
।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


