
©কাজী ফাতেমা ছবি
বিকেলের আলোয় চোখ রেখেই ভাবি, বেলা পড়ে এলো,
অন্ধকার ঘনিয়ে আসার সময় বুঝি এই;
তবুও আকাশের সোনালী লাল বেনারসী মেঘে মন রেখে বলি
না অন্ধকারের পরেই আলোরা আসে ধেয়ে।
আলো আর অন্ধকারের খেলায় একদিন হয়তো হেরে যাবো,
সে হারিয়ে যাওয়ায় আফসোস থাকবে না;
থাকবে না অলীক অন্ধকারের ভয়,
অন্ধকারে তলিয়ে যেতে যেতে অনন্ত ঘুমে আচ্ছন্ন আমি,
হারাবো আলোর দিশা,
আলোর প্রয়োজন কী সেদিনও বয়ে বেড়াবো মন গলিতে?
সকালের আলোয় মন উজ্জীবিত,
আর সন্ধ্যের আলো ফুরিয়ে যাওয়ার গল্প বলে
একটি দিন ঝরে পড়ে রাতের বুকে, একটি রাত অপেক্ষায় রয়
একটি আলোর ভোর দেখবে বলে,
অথচ জীবন পাতা এক এক করে ঝরে পড়ে সন্ধ্যের আলোয়,
রাত এলেই ভাবি জেগে উঠবো তো!
আল্লাহ সুবহানুতাআলার অপার মহিমায় নিঃশ্বাসে নিঃশ্বাসে
সুখে বেঁচে থাকার স্বাদ ছুঁয়ে আছি, ঝরতে হবে সে অমোঘ সত্য,
তবুও বুক কেঁপে উঠে একেকটি বিকেল এলেই;
কত পাপে ভরা জীবন, কত ভুল ভ্রান্তি রয়ে গেলো অতীত হয়ে;
কত ক্বাযা রয়ে গেলো তাঁর ইবাদত, যিনি পাঠিয়েছেন
তাঁর ইবাদতের তরে, উফ্।
আলসেমী ক্ষণ আলস্য ঘিরে ধরে দেহ, কত অকাজে যায় বেলা,
ইবাদতে মন রাখলেই দু'চোখে বেয়ে নেমে আসে ঘুম সমুদ্দুর,
শুধু প্রার্থনা এই, দাও হেদায়েত আরও ও মাবুদ;
মার্জনা করো যত ভুল ছিলো, ভুলে পা রাখতে গেলেই সতর্ক
করে দাও আমায় এবেলা।
(০২/০৬/২০২০)
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৪ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




