
অভিমানগুলো আর জমিয়ে রাখি না,
যে অভিমান কী দিন কী রাত
পীড়া দেয় অনবরত,
সে অভিমান কবিতার শব্দে ছুঁড়ে ফেলি।
আহ্লাদি আবেগ বুকের বামে জমা নেই আর,
অলস সময়গুলো আর ভাবনার বেড়াজালে
ছেড়ে দেই না,
কী লাভ কষ্টের জালে আটকে থাকি!
-
বুকের বামে আর পুষি না কষ্ট
খুঁজি না সুখে থাকার লাগি পথ ভ্রষ্ট,
যেটুকু সুখ প্রাপ্যতা আমার, থাকুক
অযথা প্রত্যাশার বুকে মুখ লুকিয়ে
কাঁদি না, চাই না এখানে কেউ আমায়
মনে রাখুক।
-
যাক না সময় আমায় নিয়ে, যেখানে ইচ্ছে
সুখ থাকুক সেখানে, অথবা দুঃখ
কপাল ছুঁয়ে থাকুক বিষণ্ণতা,
ঠোঁট ছুঁয়ে থাকুক মৃদু হাসি,
দাঁত জুড়ে থাকুক শুভ্রতার রঙ শুদ্ধতা,
দু'চোখে থাকুক বিষাদ, অথবা বিষ্ময়,
কিংবা মুগ্ধতা,
যা ইচ্ছে হোক তাই'ই!
আমি মেনে নেবো সব প্রাপ্তি,
চাহিদার কপালে এঁকে দিলাম দাঁড়ি,
এইতো জীবন, এই তো বেঁচে থাকা।
©কাজী ফাতেমা ছবি
০৮-০৪-২০১৯
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




