
বয়সের আগুনে পুড়ে একদিন বিপদগামী হতেই পারে মানুষ,
কেউ শিক্ষা পায় প্রচন্ড শাস্তি পেয়ে,
আর কেউ শাস্তি পেয়ে বেঁচে গেলে, ফের উড়ায় পাপ আকাশে মোহ ফানুস
ফের যায় পাপের জলে নির্দ্বিধায় নেয়ে;
মানুষ ইহকালের সুখে নুয়ে পড়ে, কিছু অর্থ অবৈধ উপায়ে পেয়ে।
বিপদে পড়েই মানুষ টুপি মাথায়, গিয়ে দাঁড়ায় জায়নামাজে,
হাতে তছবি নিয়ে করুণাময়ের নাম করে জপ,
বিপদ হতে উদ্ধার পাওয়ার কত আকূতি জমা বুকের মাঝে,
সহসাই বুকের বাড়ীতে অনুতাপের বাতি জ্বলে উঠে দপ;
মহানুভবের করুনায় বিপদের এ যাত্রা পার করে মানুষ সুখী
ভুলে যায় পূর্বের অনুতাপ,
আবারও বিত্ত বৈভব নিজ করে পেতে সব, যাত্রা শুরু করতে হয় উর্ধ্বমুখি,
বিপদমুক্ত মানুষের মনে বেড়ে যায় অহংকারের উত্তাপ।
কেউ কেউ প্রভুর অনুরক্ত থেকে যায়, শুদ্ধ পথে চলার করে শপথ
অল্পতেই তুষ্টি, তাঁর প্রতি কৃতজ্ঞতা পড়ে নুয়ে,
ইবাদতে মশগুল হয়ে বলে প্রার্থনায়, প্রভু যেনো না মাড়াই আর ভ্রান্তির পথ;
বুক জমিনে কেউ কেউ পরবর্তী জীবনে শুদ্ধতাই রাখে রুয়ে।
যারা ফিরে না ভুল পথ হতে, জীবন তাদের নিয়ে যায় গহীন অচেনা পথে
যে পথ হতে ফেরার নেই উপায়, যে পথ ধ্বংসের পথ,
জরাজীর্ণ জীবন কাছে টেনে মানুষ, উঠে সহসা কষ্ট হাওয়ার রথে,
সব হারিয়েও মানুষের মন হতে সরে না হিংসা অহম, বেছে নেয় বিপথ।
©কাজী ফাতেমা ছবি
১৮/০৮/২৫
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



