
কতকাল একসাথে বসিনি, কতকাল হয়নি গল্প
এই তোদের কী সময় হবে অল্প?
চলে আয় আমার খোলা দাওয়ায়
চা খাবো বসে এক সাথে মিহি হাওয়ায়।
কত দুঃখ জমে আছে বুকে, শুনতে চাস?
ব্যথার লম্বা লাইন, সে গুনতে চাস?
শুনাবি তোদের গোপন ব্যথা অথবা সুখ
চা খেতে খেতে গল্প করবি আয়
সেড়ে যাবে মনের অসুখ।
কতকাল ফুরফুরে মেজাজে নেই আমি
এখানে কেউ মেনে নেয় না - হাসি আনন্দ গল্প - এ পাগলামি
কেমন যেন সবাই, ব্যস্ততার সুতায় বাঁধা
এখানে চোখে লেগে থাকে হরদম মোহ ধাঁধা।
অথচ আমাদের অতীত কী সুন্দর, তাই না?
বর্তমানের বিত্ত বৈভব, ব্যস্ততা এসব তো চাই না;
তোরাও কী খুব বিজি,
বিজি থাকাকেই করে ফেলেছিস ইজি?
যদি পাস অবসর আসিস আমার নীড়ে
হারাস না আর ব্যস্ততার ভিড়ে
কিছুটা সময় আমার হাতে দিস তুলে;
চা খেতে খেতে না হয় - যাস পেরেশানি সব ভুলে।
নিমন্ত্রণ পত্র পাঠালাম এই, বান্ধবী তোদের নামে
যাবে উড়ে নীলচে মেঘের খামে.
দৃষ্টি রাখিস শূন্যে, চা খাওয়ার নিমন্ত্রণ দিলাম
কিছুটা সময়- করে দিস আমার নামে নিলাম।
©কাজী ফাতেমা ছবি
২৩-০৯-২০২৪
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


