
পাঁচ মিশালী দুঃখ, দশ মিশালী সুখ
এসব ছেড়ে ছুঁড়ে একদিন নিখোঁজ হবো,
দু'দন্ড ক্ষণ নিজস্ব করে নিতেই
আমি নিখোঁজ হবো।
নিখোঁজ হবো ব্যস্ততার ভিড় হতে,
একদিন এক সোনা ঝরা রোদ্দুর প্রাতে
এখানে যত অবহেলা, এক বিন্দু অশান্তি রেখে
হারিয়ে যাবো অন্য কোনো নিস্তব্ধ প্রান্তরে।
এত সব সুখ আর হালকা কষ্ট আর এক ফোঁটা বিভ্রান্তি
এসব এখানে, হিসেবের খাতায় জমা রেখে
হারিয়ে যাবো কোনো এক ধুঁধু সুনসান নৈঃশব্দের অরণ্যে;
যেখানে নিঃশ্বাস ফেললে যায় না আওয়াজ শোনা।
নিখোঁজ হবো একশত দুই দিনের জন্য;
আমি আমাকে চিনে নিতেই
একদিন এক ভরা গ্রীষ্মের তেজোদীপ্ত রোদ্দুর দুপুরে নিখোঁজ হবো।
হারিয়ে একবার নিজেকে ফিরে পেতে চাই,
সুখ আর দুঃখের পার্থক্য বুঝতেই আমি...
একদিন এক বিকেলের মায়াবী আলোর পথ ধরে
হারিয়ে যাবো অচেনাপুরীতে।
অবহেলা, কিছু বিতৃষ্ণা আর দুঃখবোধ
চিরকালের তরে ভুলে যেতেই
নিখোঁজ হবো কয়েক জোড়া চোখের আঁড়ালে,
কোন এক সন্ধ্যে কুহেলিয়ার ছায়াপথ হতে
মধ্যিরাতের বুক বেয়ে নেয়ে আসা জোছনার আলো
গায়ে মেখে নিখোঁজ হবো,
এই মোহ শহর হতে সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে
অন্য কোনো নামহীন শহরে।
©কাজী ফাতেমা ছবি
২৯-০৯-২০২০
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


