
দিনের অবসান-
গোধূলীর ডাকে ফিরে যায় বিকেল রাত্রির কোলে,
দিন নুয়ে পড়ে অবষাদে যেনো-আঁধারে ঢেকে যায় তার বুক।
যে বিকেল ছিলো মৃদু আলোর প্রহর
বিকেলের নরম রোদ পোহাচ্ছিল কুকুরের বাচ্চা
আর কিছু পাখি বসেছিলো ফাঁকা বেঞ্চে!
সুখ-পাখিরা ডালে বসে তুলেছিলো সুর গুঞ্জন।
কেউ খেয়েছিলো ফুচকা-কেউ বাদাম,
কেউ কফির পেয়ালায় আয়েসে তুলেছিল চুমুক;
আর কেউ চুপিসারে বিকেলের গা ছুঁয়ে বসেছিলো
কিছু ঝোঁপঝাড়ের আড়ালে!
কেউ খেয়েছিলো চুমু লোক চক্ষুর আড়ালে কিংবা
ধরেছিলো হাত প্রিয়ার...
অথচ ফিরে যেতে হয়েছে-রাত আসবে বলে
আঁধারের ভয়ে কেউ আর দিনের বুকে রোদ পোহায় নি।
বিকেল যায় ধীরে-অথচ সে বিকেল ছিলো কিছুক্ষণ আগে দুপুর,
ঝাঁঝাঁ রোদ্দুরের তেজোদীপ্ত দুপুর...
কতটাই না অহম ছিল তার-পুড়িয়ে মারবে সে ঘাস লতা পাতা
দূর্বিসহ গরমে পুড়াবে মানুষ..... অগ্নিশিখা লেজ উঁচিয়ে
সে দাপিয়ে বেড়িয়েছিলো....... পুরো দুনিয়া।
কই তার তেজও কি ছিলো অটুট-
সে নুয়ে পড়েছিলো যেনো বয়সের ভারে
বিকেল বসেছিলো তার পিঠে চড়ে.......
আর এই দুপুর কিছুক্ষণ আগেও আলো ফোটা ভোর ছিল
স্নিগ্ধ আলোয় জাগিয়ে দিয়েছিলো পুরো দুনিয়া।
নতুন আলোর পথে হেঁটেছিলো মানুষ
কিছু স্বপ্ন বুক পকেটে নিয়ে,
ভোর কখন মরে যায় সকালের ধাক্কায়
সকালও থাকে না তার জায়গায় নিথর দাঁড়িয়ে।
ঠিক যেনো আমি ও আমাদের জীবন
তিনটি ধাপে-আগাই বেলাশেষের পথে
নিভে যাবে চোখের আলো-নিভে যাবে স্বপ্ন
সময় আমাদের নিয়ে যাবে একদিন- অনন্ত আঁধারের গহীনে,
নিজেদের পাপ পুন্যির হিসেবের ভার কাঁধে নিয়ে।
================================
©কাজী ফাতেমা ছবি
২৪/০১/১৮
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



