কর্ণেল গুলজার নিয়ে একটা লেখা পড়লাম। কমেন্টস করার যোগ্যতা সামু আমাকে এখনো দেয় নাই তাই এখানে লেখা।
বিডিআর হত্যা কান্ডে যে কজন বিডিআর জওয়ান ও আর্মি অফিসার নিহত হয়েছে তার আর্থিক ও সময় মূল্য বের করে জাতির সামনে প্রকাশ করা দরকার। এ কাজ সরকারও করতে পারে আবার আনুমানিক ভাবে অবসর প্রাপ্ত সেনা অফিসারদের সহায়তায় অন্য যে কেই করতে পারেন। "রাষ্ট্র" হয়ে উঠার জন্য এ কাজ জরুরী। যত সম্ভব 'মেজর' এমদাদ, তার সম্পর্কে অনেক কথাই শুনেছি। যেমন তিনি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ কয়েক জন কমান্ডোর এক জন। কমান্ডো ট্রেনিংএ তিনি ছিলেন প্রথম দিকের। তার সফলতাও প্রচুর। এরূপ আরো অফিসার জওয়ানদের বিবরন জাতির সামনে তুলে ধরা জরুরী।
ভালোবাসি বাংলাদেশ, আসুন রাষ্ট্র হয়ে উঠার জন্য আপ্রন চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




