আমার মনে অসুখ ধরেছে
নদীর ওপারে কাশফুল ফুটেছে,
কলাহলের মাঝে একলা আমি,
নিরজন রাতে স্বপ্নের আত্মহুতি,
স্মৃতির জোয়ের আবেগী আমি,
যেথায় শুধু তুমি আর আমি!
চোখে আমার ছানি পড়েছে,
অস্পষ্ট এখন সবই লাগে,
কোমাতে এখন স্বপ্ন,
যা দেখেছিলাম শুধুই তোমার জন্য।
গতিময় জীবন , যান্ত্রিক তখন
ক্লান্তি আমার রন্ধ্রে রন্ধ্রে,
আমি মেনে নিয়েছি হার সব ক্ষেত্রে।
আমি আর নই সেই ফিনিক্স পাখি,
এখন আমি মৃত্যুর পথ যাত্রী।