এই লন্ড ভন্ড পৃথিবিটাকে নিয়ে
আমি কি করি? আর পারিনা যে।
এত প্রজাপতির নাচ আমি কোথায় ধরি?
অযুত নিযুত লক্ষ ফুলের রেনু,
আলোর বন্যার কিচির মিচির।
আমি কোথায় রাখি ওদের?
আমার উঠোন ভরে রূপোলী সন্ধ্যারা নামে,
জোনাকির মিছিল।
তারকারা উপচে পড়ে,
নীল পরীদের কলহাস্যে প্রগলভ রাত্রিরা
সমুদ্দুর হয়।
জোৎস্নারা পায়ের কাছে ঢেউয়ের মত আছড়ে পড়ে
ডুবিয়ে দেয় অস্তিত্ব ভিটে জমি।
আমি ওদের কোথায় লুকিয়ে রাখি?
------------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


