এখন আমি আর স্বপ্ন দেখিনা।
আঙিনার ঝাউ গাছটি অশ্বত্থ থুরথুরে,
গোলাপের পাপড়ি
রক্ত ঝরায়।
এখন আমি আর ভালবাসিনা।
আমি জলের কলতানে সুর মিলিয়ে
কেঁদেছিলাম সে রাতে,
খুব একা সংগোপনে জানালায়
নিঃশ্বাসের দাপাদাপি।
এখন আমি আর হাত বাড়াতে জানিনা।
বুকের প্রশান্ত নদীটি চুপচাপ
ফোঁটায় ফোঁটায় ঝরে পড়েনা নোনা নীল জল আর।
আমি এখন আর গৃহস্হালি জানিনা
আবাদি জমি বসত ভিটে ভেসে যায় দূর গাঁয়ে।
আমি এখন আর আমনের ঘ্রান বুঝিনা,
নিস্তব্ধ কুয়াশায় হেঁটে হেঁটে
শতাব্দি পেরিয়ে আসি।
এখন আমি আর আকাশে মেঘ বুনি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


