সব ঠিকঠাক ছিলো,
সব ঠিকঠাক।
শিশিরের পাতলা চাদর ছেড়ে
আড়মোড়া ভাঙা ঝকঝকে সকাল
সোহাগে গলে পড়েছিলো।
কে যেন আমার কানে মুখ রেখে বলে গিয়েছলো
শোন মেয়ে, আজ বছরের সঠিক দিন।
সব ঠিকঠাক ছিল,
সব ঠিকঠাক।
ছিলোনা কোন অসংগতি অমংগল অশুভ রেখা।
তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার
আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার।
সব ঠিকঠাক ছিলো
সব ঠিকঠাক
মংগল প্রদীপ কানে কানে বলে গিয়েছিলো
কোথাও অমংগল নেই
কোথাও না।
তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


