সুশ্রী দেহ খানি
আলিংগনের তীব্রতায়
ঝরে পরা শরীর, তার নাম ভালবাসা?
তপ্ত আগুনের হল্কায় গলে যাওয়া ঠোঁট
কতটা দীর্ঘ সে ভালবাসা?
সকালের কফি তার চেয়েও আবেদনময়ী।
মাস শেষে বেতনের বান্ডিল,
সন্ধ্যায় বারে বসে স্কচ আর অর্ধ নগ্ন যুবতীর
উদোম বুক, ভালবাসা নয়?
রাতের ক্লান্ত অভ্যস্ত সংগম, চেনা শরীরের অলিগলি
সকালের নিশ্চিন্ত নাস্তার টেবিল, আরাম কেদারায় বউ এর সাথে সংসারি
হিসেব, বিকেলে অফিসের গাড়ি নিয়ে লং ড্রাইভে
সুন্দরী পরিচিতার দাম্পত্য দুঃখ গল্প,
পরাকীয়া দেহের বন্য আনন্দ ভালবাসা নয়?
কিশোরীর অর্ধ প্রষ্ফুটিত অনম্র বক্ষের নিষিদ্ধ টান
ভালবাসা নয়?
ফুটফুটে শিশু, নিজ নকশায় বানানো সুদৃশ্য বাড়ি
কিছু সঞ্চয়, বউ এর গয়না
কড়কড়া বেনারসির মাতাল গন্ধ, মধুচন্দ্রিমায় আজ ন্যাপথলিনের বসবাস ।
প্রতিশ্রুতি, মিথ্যের প্রহসনে ক্লান্ত দুষিত অপরাধী
ভালবাসা, ভালবাসা নয়?
মন বদলায়, দেহ বদলায়, চোখ বদলায়
একদা বর্ষা রাতে যার তরে
নির্ঘূম সারা রাত, কে সে? সে ও কি ভালবাসা নয়?
কিসের টানাপোড়ন তবে?
বক্ষ জ্বালা? হাহুতাশ? কিসের তরে হৃদয় পোড়ে?
ভালবাসা? কতটা দীর্ঘ সে ভালবাসা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


