ওই খানে ওই দীঘির জলে কি যে দেখিস!
চুপটি করে ঝরে পড়া ঝরা বকুল
তার সাথেতুই এত কথা কইতে পারিস?
সেবার সেই যে বর্ষা গেল, সেই যে মানুষ বাহির গেল
তারই তরে কেনদে কেনদে চোখে নালি।
দীঘির জলে ঘোলা ছায়া
তবু যদি আহলাদিনীর কান্না থামে!
সোহাগিনীর সোহাগ স্বপন
খাঁ খাঁ করা মাঠ পবনে উড়োউড়ি
ভেসে ভেসে আকাশ ছোঁবে
মেঘের সুরে গান শোনাবে,
বুকের ভেতর কবুতরের বুক ফাটানি
ক্রোন্দসী, তুই কবে থামবি
কবে থামবি, বলতে পারিস?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


