তুমি ঝরে পড়ো, খুব মোলায়েম ছুঁয়ে যাও
খুব কাছে, কাছের জমিন।
সেই কবে আমার জোৎস্না বাগান খানিতে
ফুল রুয়ে বসে ছিলেম।
শিশু পরীদের কিচিরমিচিরে বসে থাকা দায়।
বাতাসে ছবি আঁকতে আঁকতে
টের পাইনি, তুমি এসে ছুঁয়ে গ্যাছো কখন।
বাতাসের মিহি সুতোয় অনবরত
কারুকাজ, হাস্নাহেনা মহুয়ার দাপাদাপি,
আমি অন্ধকারের বাহুতে
নিশ্চিন্ত মাথা রাখি।
জোনাকির গানে কতটা নোনা জল মিশে থাকে?
আমার আঙিনায় অসিত জোৎস্নারা
ঠা ঠা অট্টহাসি হাসে।
তুমি কখন এসে আমায় ছুঁয়ে চলে গ্যাছো।
খুব মোলায়েম ঝরে গ্যাছো
খুব কাছে, কাছের স্বপন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


