আমি এই বাংলাদেশের ভাগ্যাকাশে উদীয়মান অগ্রসর রাজনীতিবিদ। দেশের আপামর আমজনতা আমার দর্শনের অনুরাগী। আমার নির্দেশে ছোট নেতা, পাতি নেতা, সমর্থকগণ উঠিতে বসিতে বাধ্য। কারণ আমার শরীরে রহিয়াছে রাজতন্ত্রের রক্ত। দেশের উন্নয়নের জন্য হরতাল, অবরোধ, গাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও সকল কিছুই আমার অঙ্গুলি হেলনে সম্পন্ন হইয়া থাকে। আমি না বলিলে সকলেই বলিয়া ওঠে- না। হা বলিলে সকলেই বলে-হা।
আমার মামা বলেন-রাজনীতি করিতে হইলে মনেপ্রাণে দেশপ্রেম লাগে। আমি বলি- মামা তুমি সেকেলে, নপুংসক, বড়ই অর্বাচীন। তুমি একালের এহেন আধুনিক রাজনীতির কিছুই বোঝো না। আমি তোমার মত শিক্ষিত হইতে চাহিনা। আমি আত্মপ্রেম ছাড়া কিছুই বুঝি না। আমিই হইলাম সত্যিকারের রাজনীতিবিদ।
দেশের এই পরিস্থিতিতে আমার করণীয় এখন শুধুই নির্দেশদান। মারো ইট-পাটকেল, ভাঙ্গো গাড়ি, জ্বালাও পোড়াও, পিটাইয়া লাশ বানাও, মাথা ফাটাও, ছোড়ো গুলি। সকল কিছুই তছনছ কর আমার অঙ্গুলি হেলনে। যত রক্ত,তত অধিকার আদায়। আমি রাজনীতিবিদ, তাই আমি রক্ত ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



