বইমলোয় আজ উড়ছে শাদা প্রজাপতি
এহসান হাবীব
প্রকাশক : পাঁচিল
প্রচ্ছদ : তৌহিন হাসান
পৃষ্ঠাসংখ্যা : ৫৬
মূল্য : ৭০ টাকা
ISBN : 984-8320-78-4
প্রাপ্তিস্থান : বইমেলার- লিটলম্যাগ চত্বর(ময়মনসিংহ জং-এর স্টলে), ভাষাচিত্র'র স্টল এবং সাহিত্য বিকাশের স্টলে।
শাদা প্রজাপতি আমার প্রথম বই। বেশ কয়েকদিন যাবৎ প্রায় দেড় বছর আগে পাণ্ডুলিপি তৈরি করে বই করবো কি করবো না - এমত দোটানায় ভুগে শেষ পর্যন্ত অগ্রজ সমসাময়িক এবং কয়েকজন অনুজের তাগাদায় বইটি প্রকাশ করেই ফেললাম। কয়েকজন অনুজই সব খাটাখাটুনি করে বইটি প্রকাশ করেছে। প্রকাশকও দুই অনুজ। একজন ছোটকাগজ পাঁচিল-এর সম্পাদক ইলিয়াস কমল অন্যজন ঢাবি'র বাংলা বিভাগের শিক্ষার্থী রাশেদ শাহরিয়ার।
কবিতার পাঠক এক শুদ্ধচারি অলৌকিক মানুষ। তাদের প্রতি নিবেদিত পঙক্তিগুলো থেকে একটি তুলে ধরছি এখানে-
আমার জন্য
নিজেকে খুশি করা ছাড়া আমার আর কোন কাজ নাই।
সমস্ত নিরীহ বর্বরতা আমার সহজ সাধ্য কাজ
পূনর্বার ভুল করে ছুঁয়ে আসি বিষের বোতল
দিন দিন আরো জমা হোক, উঁচু হোক ব্যক্তিগত পাপ।
হাজারো মিথ্যার বাহার আর দু'একটা কড়া সত্য-
খুব সহজে হাজার লোকের ভীড়ে কষে একটা চড় মারার মতো
সত্য আর মিথ্যেয় ভরে থাকুক জীবন।
গোয়ার্তুমিতে সুখ খুঁজে পাওয়া গেলে মেনে নেওয়া যাক-
অকাল বৈধব্য অথবা সদর স্ট্রিটে, পার্কে উন্মুখ মানুষের মুখে
ছিটিয়ে দেয়া যাক থু থু অথবা সারাটা দিন তোমার পায়ের কাছে
বসে থাকি। যদি খুশি হওয়া যায় তবে অকেশে মাতম করো
আমাকে ছেড়ে যাওয়া শাদা প্রজাপতিটির জন্য।
আমাকে খুশি করা ছাড়া, এই খুশির ভাঁড়ার পূর্ণ করা ছাড়া
পৃথিবীতে আমার আর কোন কাজ নাই। ছিলো না কখনো।

ভূমিকম্প নিয়ে যত মিথ
১. সমতল এই পৃথিবীর একপাশে আছে বিশাল বিশাল সব পর্বত, অন্যপাশে আছে একজন বিশাল দৈত্য। সেই দৈত্যের স্ত্রী আকাশ ধরে ঝুলে আছে। দৈত্যের যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করার ইচ্ছে হতো,... ...বাকিটুকু পড়ুন
ভুমিকম্পের পর আমার শনিবার। (ছবি ব্লগ)
ভুমিকম্প সবসময় আমার একটা স্মৃতি মনে করিয়ে দেয়। তিন বন্ধু তিনটি ভূমিকম্পে একই ছাদের নিচে ছিলাম। এইবার একজন কল দিয়েছে। আমি ঠিক আছি কিনা। আর আমি তখন নদীর ধারে। ঠিক... ...বাকিটুকু পড়ুন
"ভুমিকম্পের জন্য গায়িকারা দায়ী"
আজ সকালে ৫.৬ মাত্রায় ভুমিকম্প হয়েছে। ভোর বেলা তখনও ঘুম থেকে ওঠিনি। অনুভব করলাম খাট সহ পুরা বিল্ডিং কাঁপছে। শুয়েই থাকলাম। ভুমিকম্পে মৃত্যু লেখা থাকলে কেউ বাঁচাতে পারবেনা। দৌড়ে... ...বাকিটুকু পড়ুন
আমার জীবনের সবচাইতে রোমান্টিক ঘটনা
আমার জীবনটা রোমান্টিকতায় পরিপূর্ণ না। প্রেম যে জীবনে আসে নি, তা না, কিন্তু আমার কবিতা লেখালেখি থেকেই আপনারা আন্দাজ করে সত্যটা বুঝতে পেরেছেন যে, এ বাংলার ব্যর্থ প্রেমিকদের মতো আমিও... ...বাকিটুকু পড়ুন
ঈশ্বরী
সে একজন আছেন, উন্মাদিনী
ক্ষমতার মসনদে বসে চালান খেয়াল খুশী
ইচ্ছে হলেই নিয়ে নিতে পারেন প্রাণ
ইচ্ছে হলেই করতে পারেন জীবন দান।
তিনিই এক এবং অদ্বিতীয়
বিকল্প নেই তাঁর কোথাও,
সুতরাং আনুগত্য হও।
তাঁর শক্তির... ...বাকিটুকু পড়ুন