কান্টের শিষ্যকে দিলে কোন মন্ত্র,
পেল ফের জীবনের বাঁচার আনন্দ ।
কোনোদিন কেউ যাকে দ্যাখেনি হাসতে,
আজ তার হাসিখুশি জ্বলে সূর্যাস্তে ।
'আঁধার' 'আঁধার' বলে যে নিয়েছে দীক্ষা,
শুধু এইটুকু তাকে দিয়ে যাও ভিক্ষা ;
এক 'বন্ধুতা'তার মনের গভীরে
মাঝ রাত্তিরে যেন জ্বেলে রাখে হিরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




