আমি কম্পিউটারে বাংলা ইংরেজী ভালই টাইপ পারি। বিজয় এবং অভ্রে ইউনিবিজয় ব্যবহার করে অভ্যস্ত। কিন্তু বাংলা টাইপ রাইটারে ব্যবহার করা হয় মুনির কী-বোর্ড। এটি আমি একেবারেই ব্যবহার করতে পারিনা। নেট থেকে কী-বোর্ড লআউট নামালাম (এখানেও দিলাম)।
সেই সাথে একটি সত্যিকারের বাংলা টাইপ রাইটারের কী-বোর্ডও এখানে দিলাম।
কিন্তু এ কী বোর্ড একেবারেই অন্যরকম। কোন মিল নেই বিজয়ের সাথে। এমতাবস্থায় টাইপ করব কিভাবে?
কারো কাছে কি মুনির সফটওয়্যারটা আছে? থাকলে শেয়ার করুন প্লিজ! নাহলে অন্তত বলুন কিভাবে ই, উ বা এ বর্ণগুলো কিভাবে লেখে? নিম্নোক্ত বর্ণগুলো মুনির কী-বোর্ডে পাচ্ছিনা।
ই, উ, এ, ঐ, ঔ, ঞ, ড, থ, য়।
আমার ইমেইল এ্যাড্রেস - [email protected].
আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


