oDesk Profile
Elance Profile
এছাড়া আমার Elance Skills এর তালিকার একটা অংশ দেখালাম এখানে।
Elance এ আমার একটি কাজ আছে July থেকে $3/ hour রেটে (এটাই Elance এর সর্বনিম্ন রেট)। এ পর্যন্ত মাত্র ১৮ ঘন্টা কাজ করতে পেরেছি, যদিও সাপ্তাহিক ৩০ ঘন্টা approved. কিন্তু Buyer কাজ দেয় অল্প। কাজটি করছি, আবেদনও করছি। কিন্তু Reply পাচ্ছি খুবই কম। বলাই বাহুল্য, অন্য কাজ এখনও পাইনি।
oDesk এ Active Contract দুইটা। যথাক্রমে $0.72/ hour ও $1/hour রেটে। এ দুইটাই আমার পুরনো Contract । Agency তে থাকাকালে পাওয়া। পরে Request করে Recontract নিয়েছি। গত দুই মাসে ১ ঘন্টাও কাজ ছিলনা। এক কথায় Idle Contract.
এভাবে ভাল লাগে? Profile lucrative, আবেদন যথেষ্ট সময় নিয়ে চিন্তাভাবনা করেই করি। তবু যে কেন চাকরি হয়না! এখন সব দোষ দিতে ইচ্ছা করে Agency Manager এর উপর। তার পরামর্শেই আমি $0.5/ hour এ কাজ করেছি। এখন যখন $1, 1.5, 2 চাই তখন আর কাজ পাচ্ছিনা।
ব্লগের Freelancer (Administrative Support) ভাইয়েরা কি একটি পরামর্শ দিয়ে সাহায্য করবেন? Profile, Job Selection, Application, কাজ করা যে কোন বিষয়ে পরামর্শ দিন প্লিজ!
আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


