========================================
অতীত-বর্তমান-ভবিষ্যতের বিশ্ব নেতা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম।
=================================================
আল্লাহ্র কালাম পবিত্র কুরআনুল কারীম এবং তাঁর প্রিয় রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সহীহ্ হাদীস থেকে কর্মানুযায়ী আমরা বেশ কয়েকটি শ্রেণী পাই, যাদের প্রতি স্বয়ং আল্লাহ্র দো'আ রূপী রহমত, ফিরিশ্তাকুলের দো'আ এবং সকল মানুষের আত্মিক ও মৌখিক দো'আ বর্ষিত হয়। আসুন এই ধারাবাহিকতায় আমরা তাদের সাথে পরিচিত হই। আমরা অনেকেই জানা-অজানায় সেসব ভাল কাজগুলো হয়তো করে থাকি, তো আসুন জেনে নেই এসব ভাল কাজের প্রতিদান আমাদের প্রভুর নিকট কি? এবং ভবিষ্যতে আরো যত্নবান হই তাতে। অন্যদিকে যারা এসব ভাল কাজকে আজ গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাচ্ছি, এই জানার মাধ্যমে তারা হয়তো সেই সব সৌভাগ্যবানদের অন্তুভর্ুক্ত হয়ে যেতে পারি, যাদের জন্য আল্লাহ্, ফিরিশ্তাকুল ও সকল মানুষের দো'আ।
এ ধারার সর্বপ্রথম মানুষ হচ্ছেন তিনি, যিনি আকাশে ও যমীনে স্বীকৃত এই পৃথিবীর একমাত্র মহামানব- মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন মুহূর্ত নেই, যখন তার জন্য কেউ না কেউ দো'আ করছে না, তার প্রতি সালাম পাঠাচ্ছে না, তার জন্য অন্তরে ভালবাসা অনুভব করছে না। কেন করবে না, কারণ তিনি যে এই বিশ্ব জাহানের জন্য স্রষ্টার পক্ষ থেকে রহমত স্বরূপ। বিশ্ব জাহানের স্রষ্টা মহান আল্লাহ্ বলেনঃ
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



