একটু দাড়িঁয়ে যাও, একবার পিছন ফিরে চাও,
যাত্রা বিরতি নয়,থমকে যাওয়া নয়-
শুধু একবার পিছন ফিরে দু’হাত বাড়িয়ে দাও,
পাথরচাপা হৃদয়ের অনাবৃত অংশের স্পর্শটুকু নাও-
হৃদয়-স্পন্দন নয়, আবেগের নিশ্চলতা নয়,
শুধু দু’হাতের করতলে আমার নোনাজলটুকু নাও।
আকাশকে বলেছি তোমার শুভ্রতার প্রদীপটুকু দাও;
রঙ্গিন বিকেল, গোধুলীর আলোও নয়,
শুধু পূর্ণিমার চাঁদ আর এক চিলতে সাদা আলো দিয়ে যাও-
কেউ শুনেনি, আমার অতি প্রিয় আকাশও নয়।
“তোমার কিছু নাই,আলো-অন্ধকারও নয়”-
আমার শীতল হৃদয় আর মেঘ-গম্ভীর আকাশ শুধু কয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


