এ এক যুবকের ভালবাসার গল্প-
যে ভালবেসেছিল এক অন্ধ নারীকে,
যে হাত রেখেছিল এক মর্মরের হাতে,
যে গান গেয়েছিল এক বহমান নদীর বুকে।
এ এক যুবকের হেরে যাবার গল্প-
যে হেরেছিল অন্ধ নারীর দৃষ্টি শক্তির কাছে,
যে হেরেছিল মর্মরের প্রাণ হাতে নিতে,
যে হেরেছিল নদীর কাছে ঢেউয়ের হাতে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


