
এখন রাত্রি । এখন শুধু জেগে আছে ভালোবাসার সঙ্গীতগুলো । তার সুরে সুরে আমরাও প্রতীক্ষায় আছি পুরোনো জনাজীর্ণ ফসল ফেলে নতুন ফসলের, চাষী যেমন ক্ষেতে বীজ বুনে অপেক্ষা করতে থাকে ফসলের জন্যে, তেমনি !
রাত কেটে দিন ফুটবে নতুন আলো নিয়ে। আসুন, সে আলোকের স্তন থেকে আমরা পান করি আনন্দের সুধারস ।
বাদামের খোসা ভাঙার মতো শব্দ তুলে মানুষে মানুষে সামাজিকতার ,সংস্কৃতির, সহযোগিতার, সহমর্মিতার অচ্ছেদ্দ বন্ধন দিয়ে গড়ে তুলি নতুন এক ভূখন্ড.......
শুভেচ্ছা নতুন বছরের, সবাইকে ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


