কখনো কোথাও ছিলো না কেউ
না ছিলো উত্তরে, না দক্ষিনে
শুধু তুমি নক্ষত্র হয়ে ছিলে উর্দ্ধাকাশে।
আকাশে আর কোন নক্ষত্র ছিলো না
খাল-বিল-পুকুরে আকাশের ছবি ছিলো না
বাতাসে কারো গন্ধ ছিলোনা
ছিলোনা উদাসী মাঠে কোন জোনাকীর মেলা।
কোথাও ছিলো না কেউ দিগন্ত ছুঁয়ে
এর আগেও ছিলো না অন্য কোন তারা
ছিলো না ছন্নছাড়া ধূসর ঘাসে
একটিও ফুল।
সেখানে ছিলো না অন্য কেউ
ছিলো না কাছে কিম্বা দূরে।
ছিলো না কেউ নিঝুম ঘুমের ঘাটে,
মটর ক্ষেতের শেষে দিগন্তে ছিলো
শুধু একটি বিজন তারা-
এবং সেবারই প্রথম কেউ।
[ অনেকদিন লেখা হয়না। হাতে নতুন লেখাও নেই। তাই বছরখানেক আগের একটি অপ্রকাশিত কবিতা দিয়ে ভয়ে ভয়ে নিজের নিঃশ্চুপতা ভাঙার চেষ্টা! ]
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৪ রাত ১০:৩০