১/ বাঁধ ভাঙ্গার আওয়াজ স্বরনিকার মোড়ক উন্মোচন-
মঞ্চে উপস্থিত (ডান থেকে) সর্ব ব্লগার নীল সাধু,মোস্তফা কামাল ,মেজদা,আরজুপনি,রাবেয়া রাহিম,মনিরা সুলতানা ও কাল্পনিক ভালবাসা।

২/ উপস্থিত ব্লগারদের বৃহৎ অংশ-

৩/ অজ্ঞাত একজন,আরজু পনি,রাবেয়া রাহিম, শাহিদা তানিয়া

৪/ নীল'দা ও আরজু পনি আপুর সাথে আমি-

৫/ কাল্পনিক ভালবাসা ও ব্লগার মাগুর

৬/ আরজুপনি ও শাহিদা তানিয়া

৭/ শিপু ভাই

৮/ আরজু পনি

৯/ নয়ন বিন বাহার

১০/ কাওসার চৌধুরী

১১/ স্বপ্নবাজ সৌরভ

১২/ অগ্নি সারথী

১৩/ নাজিম উদ্দোলা

১৪/ মনিরা সুলতানা

১৫/ কবির হুমায়ুন

১৬/ এটিএম মোস্তফা কামাল

১৭/ ঈশান মাহমুদ

১৮/ এক অর্বাচিন

১৯/ মুশফিক বুলবুল

২০/নুরুন্নাহার লিলিয়ান

২১/শাহিদা তানিয়া আপুকে পিঠার কাছ থেকে সরানো যায়নি, কয়টা খেয়েছেন আল্লাহ মালুম!

২২/ আমি একটা খেয়েছি তার থেকে আবার মনিরা'বু ভাগ নিয়েছেন

২৩/ কয়েকজন মিলে একটা ব্যানার ঝুলানোর চেস্টা

২৪/ আরজু পনি ও সেলিম আনোয়ার

২৫/ বেলুন ফুলানোর গুরুদায়িত্বে ছিলেন হাবিব স্যার

২৬/ শিপু ভাই ও আরজু পনি

২৭/ নুর মোহাম্মদ নুরু ভাই ও পনি আপু

২৮/ শাহিদা তানিয়া'বু শুধু পিঠা খেয়েছেন এমন নয় বেলুন হাতে নিয়ে বসে থাকার মত কিছু গুরুত্বপুর্ন কাজও করেছেন,

২৯/ সামু পাগলা ০০৩ , কাওসার ভাই, আমি ও নয়ন বিন বাহার

৩০/ মনিরা'বুর সাথে আমি

৩১/ উনাকে সর্বক্ষন ক্যামেরা হাতে তৎপর দেখা গেছে

৩২/ লিলিয়ান আপু নিজেরটা খেয়ে আমারটার ভাগ চাচ্ছেন

৩৩/ মনিরা'বু,বিদ্রোহী ভৃগু,রাবেয়া'বু, আমি ও নীলা নাজমা। পিছনে একমনে ভাপা পিঠার স্বাদ আস্বাদন করছেন কবি মাহবুবুল আজাদ ভাই।

৩৪/ ব্লগারদের একটা গ্রুপ ছবি। মিছিল হবে কিনা বুঝতেছিনা। ছবিতে শ্লোগান দেয়ার প্রস্তুতিতে ব্লগার শাহিন বিন রফিককে দেখা যাচ্ছে-

৩৫/ ডায়াসের দিকে তাকিয়ে দার্শনিক চিন্তায় মগ্ন ব্লগার অপু দা গ্রেট-

৩৬/ স্কচ টেপ কাটতে গিয়ে কখন আঙ্গুল কাটে এই দৃশ্য দেখার জন্য অধির হয়ে আছেন গোলাম কিবরিয়া শিমুল ভাই।

৩৭/ 'লিলিয়ান ব্যাগে পিঠা ভরছেন' ছবি দেখে এ ধারনা হতেই পারে !

৩৮/ দুই কেশবান ব্লগার

৩৯/স্যুভেনির হিসেবে সব ব্লগার পেয়েছেন একটা করে সুদৃশ্য মগ, সাথে ব্লগডে স্বরনিকা-

(উপস্থিত ছিলেন রাবেয়া রাহিম, আরজু পনি, কাজী ফাতেমা ছবি, মাহবুবুল আজাদ,শাহিদা তানিয়া,নুরুন্নাহার লিলিয়ান,মনিরা সুলতানা,সাবরিনা সিরাজী তিতির, ঈশান মাহমুদ, শাহাদাৎ উদ রাজী, কাওসার চৌধুরী, আমি নিজে, নীল সাধু, কাল্পনিক ভালবাসা,শিমুল আহমেদ,অগ্নী সারথী,শফিকুল ইসলাম কোহিনুর (মেজদা), মুশফিক বুববুল,গোলাম কিবরিয়া, মনির হোসেন মমী, নৃ মাসুদ রানা, সুরঞ্জন আহমেদ, স্রাঞ্জি সে, স্বপ্নবাজ সৌরভ, নীল আকাশ, রাহিম উদ্দিন, নাজিম উদ্দউলা,কাজী মৈত্রী, এটিএম মোস্তফা কামাল,কৌশিক আহমেদ, বিদ্রোহী ভৃগু, মোকসেদুল ইসলাম, মনোয়ারা বেগম,মাহবুল, নাজমুল কবির, চারু মান্নান, রিফাত হাসান, রুবায়েত, নয়ন বিন বাহার প্রমুখ। এছাড়া স্বশরিরে না হলেও অনেকের আলোচনায় উপস্থিত ছিলেন ব্লগার চাঁদগাজী।)
সবশেষে কাচ্ছি বিরিয়ানী আর বারবিকিউ পার্টি !!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




