
আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে দেখিনি, তবে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম ভুখন্ডকে আমাদের জন্য উপহার দিতে যার অবদান সবার উপরে; তিঁনিই হচ্ছেন সেই ক্ষণজম্মা বীর, বাংলার ঔরসে জম্ম নেয়া হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান; স্বাধীন বাংলার গর্ব, জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আগামীকাল তথা আজ রাত ১২:০১ মিনিটে সেই ক্ষণজম্মা বীর, বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানের শততম জম্ম দিবস। বীরের জম্ম দিবসে আমার মতো নগন্য বাঙ্গালীর পক্ষ থেকে শত সহস্র সালাম।
বেঁচে থাকুক লক্ষ কোটি বছর বাঙ্গালীর হৃদয়ে, এমনটাই প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




